ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মানুষের মতোই ইনস্টাগ্রাম ব্যবহার করে এই শিম্পাঞ্জি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৮ এপ্রিল ২০১৯

আধুনিক জীবনযাত্রায় নিত্যদিনের সঙ্গী স্মার্টফোন। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত চরম ভক্ত এই প্রযুক্তিপণ্যের। তাই বলে কখনো কি শুনেছেন মানুষের মতো পশুও স্মার্টফোন ব্যবহার করে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

নিউজে যে শিম্পাঞ্জিটা দেখছেন সে কিন্তু দিব্যি মানুষের মতো স্মার্টফোন ব্যবহার করতে পারে। এখানেই শেষ নয়; মানুষের মতো তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্মার্টফোনে নিজের ভিডিওগুলো দেখতে মগ্ন শিম্পাঞ্জি। নিজেই স্ক্রল করে নিচে নামছে। ইচ্ছেমতো ছবি ও ভিডিও দেখছে। কোনো কোনো ছবি স্কিপ করছে।

পশু সংরক্ষণবাদী মাইক হলস্টন নামের এক ব্যক্তি কয়েক দিন আগে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন। ইনস্টাগ্রামে ভিডিওটি এ পর্যন্ত দেড় লাখের বেশি দেখা হয়েছে। সেখান থেকে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম রেডিট ও টুইটারে। এসব মাধ্যমে ভিডিওটি দেখা হয়েছে ৬০ লাখের বেশি।

 
 
 
View this post on Instagram

A post shared by Mike Holston (@therealtarzann) on

সূত্র: দ্য টেলিগ্রাফ

এসআর/জেআইএম

আরও পড়ুন