ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

চালু হলো হুয়াইর এক্সপেরিয়েন্স স্টোর

প্রকাশিত: ০১:২৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

দেশে স্মার্টফোনের গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হুয়াই। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে হুয়াই এক্সপেরিয়েন্স স্টোর চালু করেছে বিশ্বখ্যাত এই কোম্পানি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াই ডিভাইস ডিপার্টমেন্টের হেড অফ সেলস আনোয়ার সাদাত কবীর এবং অ্যাসিস্টেন্ট মার্কেটিং ম্যানেজার মো. মঞ্জুরুল কবীর।

উপস্থিত কর্মকর্তারা বলেন, এক্সপেরিয়েন্স স্টোরটি চালু করার মাধ্যমে হুয়াই অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো। এক্সপেরিয়েন্স স্টোরটিতে হুয়াইর সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে এবং এখানকার দামও তুলনামূলক কম। এক্সপেরিয়েন্স স্টোরটি ঢাকার মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের লেভেল ফোর-৬, শপ নং ৬৩২-এ অবস্থিত।

উল্লেখ্য, হুয়াই’র পণ্য ও সেবা সুবিধা বিশ্বের ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়। বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার কাছে সেবা পৌঁছে দিয়েছে হুয়াই । ২০১৩ সালে স্মার্টফোন শিপমেন্টে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের তথ্য অনুযায়ী  হুয়াই সারাবিশ্বে তৃতীয় স্থান অধিকার করে।

হুয়াই যুক্তরাষ্ট্র, জার্মানী, সুইডেন, রাশিয়া, ভারত ও চীনসহ বিশ্বজুড়ে ১৬ টিরও বেশি দেশে আরঅ্যান্ডডি সেন্টার স্থাপন করেছে।

আরএম/এসকেডি/পিআর