ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের ডুডল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২২ এপ্রিল ২০১৯

অ্যানিমেটেড বিশেষ ডুডলের মাধ্যমে ‘বিশ্ব ধরিত্রী দিবস’ পালন করছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। সোমবার (২২ এপ্রিল) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগলে ঢুকতেই লেখা ভেসে উঠছে ‘হ্যাপি আর্থ ডে ২০১৯’। তারপর এতে ক্লিক করলে দেখা যাচ্ছে, বৃহত্তম সামুদ্রিক পাখি অ্যালবাট্রোস উড়ে যাচ্ছে। তার নিচে ক্লিক করলে মাটি ফুঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে উপকূলীয় রেড উডের গাছ। পাশে লেখা-‘৩৭৭ ফুটের উচ্চতায় আমি ৭৫ মানবের উচ্চতার সমান এবং আমিই পৃথিবীর সবচেয়ে বড় গাছ’।

এভাবে পর্যায়ক্রমে ক্ষুদ্রকায় ব্যাঙ, আমাজন বনের বৃহদাকার জলজ পদ্ম (অপেক্ষাকৃত ছোট আকৃতির মানুষ এর ওপরে বসতে পারে), ৪০ কোটি বছর আগ থেকে পৃথিবীতে টিকে থাকা সামুদ্রিক মাছ কোয়েলাক্যান্থ, গভীর গুহার নিচে বসবাসকারী পাখাবিহীন স্প্রিং টেল পতঙ্গসহ পৃথিবীর জীববৈচিত্র্যকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়।

বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।

এসআর/এমকেএইচ

আরও পড়ুন