ভিডিও আপলোডে কড়াকড়ি আরোপ করছে ফেসবুক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রকৃত নির্মাতার অনুমতি ছাড়া ভিডিও আপলোডে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। নকল ভিডিও পোস্টের হার বাড়ায় সম্প্রতি বিভিন্ন ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানের সমালোচনার মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ ভিডিও শনাক্ত করার সফটওয়্যার তৈরি করছে তারা।
জানা যায়, অননুমোদিত ভিডিও শনাক্ত করতে ফেসবুক এরইমধ্যে অডিবল ম্যাজিক নামে এক প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে। অডিও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অননুমোদিত ভিডিও শনাক্ত করতে কাজ করছিল এ দুই প্রতিষ্ঠান। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে জানা যায়, এবার ফেসবুক সরাসরি বিভিন্ন ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক জাসিয়েছে, ভিডিও ম্যাচিং সফটওয়্যার তৈরিতে ভিডিও নির্মাতাদের সঙ্গে কাজ করছে তারা। এর মধ্যে রয়েছে ফুলস্ক্রিন, জুকিন মিডিয়া, জেফরের মতো প্রতিষ্ঠান।
ফেসবুক সূত্র মতে, নতুন সফটওয়্যারটি তৈরি হলে ফেসবুকে ভিডিও নির্মাতারা বিভিন্ন পেজ, প্রোফাইল ও গ্রুপে পোস্ট করা নকল ভিডিও শনাক্ত করতে পারবে। সেগুলো সরিয়ে নিতে ফেসবুক কর্তৃপক্ষকে পরবর্তীতে জানানো হবে।- ওয়াল স্ট্রিট জার্নাল
আরএস/এমএস