ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গেম খেলতে ভালোবাসেন? আপনার জন্য ফেসবুকের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৬ মার্চ ২০১৯

গেমারদের জন্য ফেসবুক অ্যাপে এলো নতুন গেমিং নেভিগেশন। বিশ্বব্যাপী ৭০ কোটি ব্যবহারকারী প্রতিদিন ফেসবুকে গেম খেলেন এবং ভিডিও দেখেন।

নতুন এই ফিচারে এখন ব্যবহারকারীরা খুব সহজেই প্রিয় খেলা খুঁজে পাবেন। সম্প্রতি টেকক্রাঞ্চে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের বলা হয়, গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এসব গেম বন্ধুদের সাথে খেলা যাবে। এছাড়াও বিশ্বের সেরা পাবলিশারদের ভিডিও দেখা যাবে এখানে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেটও দেখা যাবে।

ব্যবহারকারীরা কোন ধরনের গেম খেলেন তা দেখে প্রত্যেক ব্যবহারকারীকে আলাদা গেম খেলার পরামর্শ দেবে এই গেমিং ট্যাব। অফিশিয়াল অ্যাপে নতুন ট্যাব যোগ হওয়ায় আরও বেশি ব্যবহারকারী ফেসবুকে গেম খেলবেন এমনটাই আশা ফেসবুকের।

এএ

আরও পড়ুন