ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আপডেটের পরে স্লো হয়ে যাচ্ছে উইন্ডোজ টেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৯ মার্চ ২০১৯

সম্প্রতি উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে নতুন আপডেট পাঠিয়েছে মাইক্রোসফট। এরপর থেকেই বিশ্বব্যাপী উইন্ডোজ টেন গ্রাহকের কম্পিউটার স্লো হয়ে যাওয়ার অভিযোগ উঠতে শুরু করে।

এবার খবরের সস্ত্যতা স্বীকার করল মাইক্রোসফট। আপডেটের পরে যে সব গ্রাহকের কম্পিউটার স্লো হয়েছে সেই গ্রাহকদের আপডেট আনইন্সটল করে দেওয়ার পরামর্শ দিয়েছে এই কোম্পানি।

১ মার্চ KB4482887 নামের উইন্ডোজ টেন আপডেট পাঠাতে শুরু করে মাইক্রোসফট। এক বিবৃতিতে জানিয়েছে, KB4482887 আপডেট ইন্সটলের পরে কিছু গ্রাহক গ্রাফিক্স ও মাউস পারফরমেন্সে ঘাটতি চোখে পরেছে। বিশেষ করে Destiny 2 গেম খেলার সময় এই সমস্যা দেখা যাচ্ছে। শিগগিরই নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। আপাতত KB4482887 আপডেট আনইন্সটল করতে পারেন গ্রাহকরা।

এদিকে সোশ্যাল মিডিয়াল একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, Destiny 2 গেম খেলার সময় এই গেম ক্র্যাশ করে যাচ্ছে। এছাড়াও প্রসেসর ১০০ শতাংশ ব্যস্ত হচ্ছে। মাউস ইনপুটেও দেরি চোখে পরছে।

এএ

আরও পড়ুন