ব্যবহারকারীরা উবারে যে ১০ জিনিস ভুলে রেখে যান
তৃতীয়বারের মতো লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে উবার। এতে ব্যবহারকারীরা উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যান তার একটি চিত্র তুলে ধরা হয়েছে।
ইনডেক্সে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশের উবার ব্যবহারকারীদের মধ্যে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। যা ঘটেছে ছুটির দিনে এবং দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে।
বাংলাদেশের উবার ব্যবহারকারীরা গাড়িতে ফোন ও ক্যামেরা সবচেয়ে বেশি ফেলে যান।
গাড়িতে ব্যবহারকারীরা যেসব জিনিসপত্র ভুলে রেখে যান তার ওপর ভিত্তি করেই উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সটি তৈরি করেছে।
এই ইনডেক্স প্রকাশ করার অন্যতম উদ্দেশ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের প্রিয় জিনিসটি ফিরিয়ে দেয়া।
ঢাকার ব্যবহারকারীরা যে ১০টি জিনিস ভুলে রেখে যায় -
১। মোবাইল ফোন / ক্যামেরা
২। ব্যাগপ্যাক / ফোল্ডার / বক্স
৩। মানিব্যাগ
৪। কাপড়
৫। চাবি
৬। চশমা
৭। ছাতা
৮। হেডফোন / স্পিকার
৯। গহনা / মেক-আপ সামগ্রী
১০। ঘড়ি
এএ