শিশুকে পড়তে শেখাবে ‘গুগল বলো’
প্রত্যন্ত অঞ্চলে শিশুদের শিক্ষাব্যবস্থায় নতুনত্ব আনতে নতুন অ্যাপ নিয়ে এলো গুগল। Google Bolo নামের এই অ্যাপটি বুধবার থেকে প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষাব্যবস্থাকে বদলে দিতে পারে। সেজন্য অনেক দিন ধরেই বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি। আশা করছি নতুন অ্যাপটি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে। ইন্টারনেট ছাড়াও অ্যাপটি ব্যবহার করা যাবে।
আপাতত শুধু হিন্দি ভাষায় এই অ্যাপ কাজ করবে। অ্যাপটি শিশুদের হিন্দি ও ইংরেজি পড়ার ক্ষমতা বাড়াবে। শিশুকে উচ্চ কণ্ঠস্বরে পড়ার অভ্যাস তৈরিতে কাজ করবে।
এমনভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে যে, বড়দের সাহায্য ছাড়াও শিশু নিজেই পড়তে ও বলতে শিখবে। স্পিচ রেকগনিশান ও টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করে কাজ করবে এই অ্যাপ।
প্রত্যেক শিশুর জন্য আলাদা ভাবে কাজ করবে গুগল বলো। একই বাড়িতে দুটি শিশু থাকলে দুজনের জন্য আলাদা অনুশীলনী তৈরি করবে এ অ্যাপ। এখনও বেটা মোডে রয়েছে এই অ্যাপ।
এএ