ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তরুণ বিজ্ঞানীদের নিয়ে ‘ইয়ং সাইন্টিস্ট মিটআপ’ ৯ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০২ মার্চ ২০১৯

নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের যৌথ আয়োজনে তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আগামী ৯ মার্চ দিনব্যাপী ইয়ং সাইন্টিস্ট মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের দিন বাচ্চাদের নিয়ে সকালে থাকবে রকেট মেকিং কর্মশালা। বিকেলে থাকবে তিনটি আলাদা সেমিনার।

সেমিনারগুলোর আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- এমআইটি এডমিশন, নভোচারী হওয়ার প্রস্তুতি এবং রকেট ডিজাইনের কৌশল।

এমআইটি জিরো রোবটিক্স ল্যাবে দায়িত্বরত মিজানুল চৌধুরী সেমিনারগুলো পরিচালনা করবেন। তার সঙ্গে থাকবেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার রবি সংকর শীল।

অনুষ্ঠানের মূল বক্তা মিজানুল চৌধুরী বলেন, স্পেস টেকনোলোজি গবেষণায় আমাদের দেশের তরুণদের আগ্রহ দেখে আমি সত্যি অভিভূত। সেমিনারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া জিরো রবোটিকের ওপর বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের স্পেস সায়েন্স ও প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করতে কারিগরি সহায়তা দেয়া হবে।

বাংলাদেশ ইনভেশন ফোরামের প্রতিষ্ঠাতা ও নাসা সল্ভার বাংলাদেশের প্রধান আরিফুল হাসান অপু বলেন, আমাদের স্বপ্ন থাকে মহাকাশে যাওয়ার এবং মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কাজ করার। সেটাকে বাস্তবে পরিণত করতে একেবারে বাচ্চাদের নিয়ে কাজ শুরু করা হয়েছে।

আরএম/জেএইচ/জেআইএম

আরও পড়ুন