ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পোষা প্রাণির জন্য ‘স্মার্ট টয়লেট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:২৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

বাড়ির পোষা প্রাণিদের জন্য ‘নিউটন বক্স’ নামে ‘স্মার্ট টয়লেট’ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সংস্থা। যেখানে আপনার পোষ্যটি প্রাকৃতিক কাজ করলেও আপনি টেরই পাবেন না।

এছাড়া পোষ্যর প্রাকৃতিক কাজ সারা হয়ে গেলেই এই ‘স্মার্ট টয়লেট’ থেকে ঘরে সুগন্ধি স্প্রে করে দেবে। ফলে দুর্গন্ধেরও ভয় থাকবে না।

যেভাবে কাজ করবে-
আপনার পোষ্যটি স্মার্ট টয়লেটের ফ্লোরের উপর দাঁড়িয়ে মল-মূত্র ত্যাগের পর সেখান থেকে সরে এলেই টয়লেটের ফ্লোর বাক্সের মতো ঝপ করে বন্ধ হয়ে যাবে। আর স্মার্ট টয়লেটের ফ্লোরের উপর পড়ে থাকা মল-মূত্র সোজা পড়ে যাবে এর ভেতরে থাকা ‘রিমুভেবল বিন ব্যাগ’-এর মধ্যে।

টয়লেটের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই রুম ফ্রেশনার স্প্রে করে দেবে সেন্সার যুক্ত এই স্মার্ট টয়লেট। তবে হ্যাঁ, আপনার পোষ্যটিকে এখানে মল-মূত্র ত্যাগের অভ্যাস আপনাকেই করাতে হবে। তাহলেই আর কোনও চিন্তা থাকবে না!

মার্কিন যুক্তরাষ্ট্রে এই ‘স্মার্ট টয়লেট’ এর দাম ৬৯৬ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা।

এএ

আরও পড়ুন