ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মার্চে আসছে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’, দাম ২৫ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

আসন্ন মার্চে বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতীক্ষিত মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’। মার্চের প্রথম সপ্তাহে নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৫ হাজার টাকায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘ভারতের বাজারে বর্তমানে ব্যাপক চাহিদাসম্পন্ন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’-এর চাহিদা এখন বাংলাদেশেও। তাছাড়া বাংলাদেশের বাজারে মটোরোলা ওয়ান-এর ভালো কাটতি এবং মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেজে গ্রাহকদের আগ্রহ থেকেই মটোরোলা ওয়ান পাওয়ার বাজারে আনার সিদ্ধান্ত নেয় মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।’

তিনি বলেন, ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ ফোনে অ্যানড্রয়েড ওয়ান-এর লেটেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে। ফলে আগামী দুই বছর অ্যান্ড্রয়েড যতবার আপডেট নেবে ততবারই ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ এর ওপারেটিং সিস্টেম আপডেট নেবে। এতে থাকবে ৬.২ ইঞ্চি (২,২৪৬ x ১০৮০) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ (২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি ব্যবহারের সুবিধা), ১৬ এমপি + ৫ এমপি ডুয়াল ক্যামেরা পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

আরএম/এসআর

আরও পড়ুন