যা থাকছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের নতুন স্মার্টফোনে
গ্যালাক্সি এম সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং। শুরুতে গ্যালাক্সি এম সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে আসবে।
তবে বাজারে আসার আগেই এই সিরিজের বেস মডেল গ্যালাক্সি এম-১০ ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল।
জানা গেছে, গ্যালাক্সি এম-১০ ফোনে থাকবে ৬.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে ১৪ ন্যানোমিটার অক্টাকোর চিপসেট। সাথে থাকবে ২জিবি/৩জিবি র্যাম।
ছবি তোলার জন্য গ্যালাক্সি এম-১০ ফোনের পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আনড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে।
গ্যালাক্সি এম-১০ ফোনের ভিতরে একটি ৩৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৭.৭ মিলিমিটার পাতলা এই ফোনের ওজন ১৬০ গ্রাম।
তবে এই ফোনে কোন ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকছে না। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। থাকছে হাইব্রিড ডুয়াল সিম স্লট।
এএ