ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তাইওয়ানে বন্ধ হচ্ছে থ্রিজি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

তাইওয়ানে ২০১৯ সাল থেকে ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। ফলে চলতি বছরের শেষেই ইতি টানছে থ্রিজি নেটওয়ার্ক। খবর জেডনেটের

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের অধিকাংশ জনগণ ইতোমধ্যে ফোরজি নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ মানুষ থ্রিজি ব্যবহার করছে। বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোরজি নেটওয়ার্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে স্থানীয় বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

এর আগে ২০১৭ সালের ১ জুলাই দেশটিতে টুজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। এবার দেশটির টেলিকম অপারেটর ও স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ফোরজি কাভারেজের উন্নয়ন প্রত্যাশিত হওয়াতে থ্রিজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার।

এসআর/এমএস

আরও পড়ুন