বিশ্বজুড়ে পছন্দের শীর্ষে পরিবারবান্ধব গাড়ি
বিশ্বজুড়ে গাড়ির ক্রেতারা এখন পরিবারবান্ধব গাড়ি বেশি খোঁজেন। গাড়ি নির্বাচনের ক্ষেত্রে মাইলেজ, রং ও ব্র্যান্ড খোঁজার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে। অনলাইনে গাড়ি বেচাকেনার ওয়েবসাইট কারমুডি এক গবেষণার মাধ্যমে এতথ্য জানিয়েছে।
গবেষণায় জুলাই মাসে কারমুডির ওয়েবসাইটে ৭০ লাখেরও উপর গাড়ির খোঁজ বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণাত্মক তথ্য অনুযায়ী আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে শতকরা ৩৩ ভাগের বেশি গাড়ি ক্রেতা পরিবারবান্ধব গাড়ির খোঁজ করের, ১৯.৬ ভাগ ক্রেতা খোঁজেন অফ-রোড গাড়ি, ১১ ভাগ খোঁজের বিলাসবহুল গাড়ি ও ৯.৬ ভাগ ক্রেতা প্রথম গাড়ির কেনার জন্য খোঁজ-খবর নেন।
গবেষণার তথ্য অনুযায়ী আফ্রিকার ৩৯ ভাগ গাড়ির ক্রেতা পরিবারবান্ধব গাড়ি খোঁজেন। আর আফ্রিকায় বেশি বিক্রি হয় টয়োটা হাইলাক্স। যেটিতে ছয় জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চলাচল করতে পারেন।
এশিয়ায় বেশি বিক্রি হয় টয়োটা করোলা। আর মধ্যপ্রাচ্যে বিক্রির শীর্ষে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার।
উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা কারমুডি বর্তমানে বাংলাদেশ, ক্যামেরুন, কঙ্গো, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রুয়ান্ডা, সৌদি আরব, সেনেগাল, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং জাম্বিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। এই ওয়েবসাইটটি গাড়ির প্ল্যাটফর্ম ক্রেতা, বিক্রেতা এবং যানবাহন ব্যবসায়ীদের গাড়ি, মোটরসাইকেল এবং বাণিজ্যিক যানবাহন খুঁজে পেতে সাহায্য করে। বিস্তারিত জানতে ভিজিট করুন - www.carmudi.com.bd
এএ