ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হ্যালিও এস-১ প্রি-অর্ডার দিলেই সেলফি স্টিক ফ্রি

প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৮ আগস্ট ২০১৫

গ্রামীণফোন এবং এডিসন গ্রুপ যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ৪জি সমৃদ্ধ প্রিমিয়াম ক্যাটাগরির নতুন হ্যান্ডসেট হ্যালিও এস-১ । ১৮-২৫ আগস্ট পর্যন্ত সিম্ফনীর সকল আউটলেট এবং গ্রামীণফোনের সকল সেন্টার এই হ্যান্ডসেটটির জন্য প্রি-অর্ডার দেওয়া যাবে।

মাত্র ৩০০০ টাকার বিনিময়ে এই সকল আউটলেট থেকে গ্রাহকগণ প্রি-অর্ডার দিতে পারবেন । প্রথম ১০০০ জন প্রি-অর্ডারকারীকে হ্যালিও এস-১ এর পক্ষ থেকে একটি ফ্লাশ সমৃদ্ধ সুদৃশ্য সেলফি স্টিক সম্পূর্ণ ফ্রি এবং গ্রামীণফোনের পক্ষ থেকে আকর্ষণীয় ডাটা উপহার দেয়া হবে।

সিম্ফনী এবং গ্রামীণফোনের যে সকল আউটলেটে গ্রাহকরা প্রি বুকিং দিবেন সে সকল আউটলেট থেকেই ২৫ আগস্ট থেকে বাকী ১৪,৯৯০ টাকার বিনিময়ে হ্যান্ডসেটটি সেলফি স্টিকসহ সংগ্রহ করে নিতে পারবেন।

৪জি সাপোর্টেড এবং ৬৪ বিট প্রসেসরের এই হ্যান্ডসেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি এমোলেড এইচ ডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত, হাইব্রিড ডুয়াল সিম, ২৪০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ওটিএ আপডেট এবং ওটিজি সাপোর্ট । এই হ্যান্ডসেটটির উভয় পাশেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। যার জন্য ৬.৯৫ মিমি. ফোনটি শুধু দেখতেই নয় ডিজাইনের দিক থেকেও অনন্য।

এমোলেড ডিসপ্লে ব্যবহার করার জন্য ব্যাটারি খরচ হবে অনেক কম । বেস্ট ভিউইং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে মীরাভিশন টেকনোলজি ।  মীরাভিশন টেকনোলজি এর কারণে ডিভাইস এর স্ক্রীন কালার চোখে যেমন আরামদায়ক , ছবি , ভিডিও, ওয়েব পেজ, এ্যাপস , টেক্সট সব ফুটে উঠবে আরও সুন্দরভাবে ।

এআরএস/পিআর