ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভারতের স্বাধীনতা দিবসে টুইটারে তাজমহল

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের স্বাধীনতা দিবসে পদার্পন ঘটলো বিশ্বের অন্যতম ঐতিহ্য তাজমহলের। দেশটির ৬৯তম স্বাধীনতা দিবসে তাজমহলের নিজস্ব অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মুঘল স্থাপত্য তাজমহলের অ্যাকাউন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিকে, বিশ্বে এটাই প্রথম ঐতিহাসিক কোনো স্থাপনার টুইটার অ্যাকাউন্ট বলে দাবি করেছেন উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন সচিব অমৃত অভিজাত।

ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের আগ্রা শাখা এ ধরনের কার্যক্রমের বিরোধিতা করেছিল। তারা এর আগে তাজমহলের নিরাপত্তা ও পরিবেশগত বিষয় নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিল।

চলতি বছরের ৩০ জুন থেকে পর্যটকদের জন্য তাজমহলে প্রথম ৩০ মিনিট ওয়াইফাই সুবিধা চালু করা হয়। এরপর সার্ভিস চার্জের ভিত্তিতে ইন্টারনেট সুবিধা পাবেন পর্যটকরা।

ইতোমধ্যেই টুইটারে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের ফলোয়ার সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে।

এসআইএস/আরআইপি