ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ছুটির দিনে জমজমাট রবি স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ আগস্ট ২০১৫

রাজধানীতে চলছে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫। শুক্রবার মেলার দ্বিতীয় দিনেও দর্শক উপস্থিতি, কেনাবেচা, ছাড় ও উপহারের ছড়াছড়িতে জমজমাট হয়ে উঠেছে এই মেলা। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি দেখার মতো।

দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে চলছে তিন দিনের এই স্মার্টফোন ও ট্যাব মেলা। চলবে শনিবার পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে চতুর্থবারের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারসহ মেলায় এসেছেন। সে জন্য অনেক শিশু দর্শনার্থীদের দেখা গেছে। সকালবেলার বৃষ্টি দর্শনার্থীদের মনে সংশয় জাগালেও দমাতে পারেনি। দীর্ঘ লাইন ধরে মেলায় প্রবেশ করেছেন তারা।

মেলায় আসুস ব্র্যান্ডের ট্যাবে রয়েছে ‘স্ক্যাচ ইউর লাক’ অফার। এতে পাওয়ার ব্যাংক, ফ্লিপ কাভার, ট্যাব, হেডফোন, টি-শার্টসহ আকর্ষনীয় সব পুরস্কার রয়েছে। এছাড়া লেনেভো ট্যাবে রয়েছে ছাড় ও স্ক্যাচ অফার। যাতে পুরস্কার হিসেবে রয়েছে পোলো-শার্ট, পান্ডা মোবাইল অ্যান্টিভাইরাসসহ আকর্ষনীয় পুরস্কার এবং সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

ওকাপিয়া ব্র্যান্ডের মোবাইল ও ট্যাবের সাথে উপহার হিসেবে বিনামূল্যে দেওয়া হচ্ছে পাওয়ার ব্যাংক। প্রবীণদের জন্য বিশেষ ফোনসহ ওকাপিয়ার ৭টি স্মার্টফোন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি করা হচ্ছে।

মেলায় স্মার্টফোন বাজারে আলোড়ন তোলা ওয়ানপ্লাস ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন ‘ওয়ানপ্লাস টু’ এর প্রি-অর্ডার নিচ্ছে ডিএক্স জেনারেশন। ফোনটির দুটি সংস্করণ আনবে প্রতিষ্ঠানটি। দাম পড়বে যথাক্রমে ৩৫ হাজার ৫৯০ টাকা এবং ৩৯ হাজার ৫০০ টাকা। তবে আগ্রহীরা ফোনটি কেনার জন্য স্মার্টফোন ও ট্যাব মেলায় ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে নিবন্ধন করতে পারবেন। ২৭ আগস্ট অবশিষ্ঠ টাকা দিয়ে ফোনটি সংগ্রহ করতে পারবেন তারা।

মূল্যছাড় ও উপহার দেয়ায় স্যামসাংয়ের স্টলে ভিড় করছেন ক্রেতারা। মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাবে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে তারা। বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এইস নেক্সট ২, গ্যালাক্সি কোর প্রাইম, গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৫, গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি জে৫ ইত্যাদি ডিভাইসগুলো।

এআরএস