ফেসবুকে পাঠানো মেসেজ ডিলিট করবেন যেভাবে
ভুল করে ফেসবুকে একজনকে মেসেজ পাঠিয়েছেন? এখন ডিলিট করা দরকার। তবে আপনার জন্যই এই টিপস।
মেসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করা যায়। এ জন্য কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় প্রথমে মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে।
ডিলিট করতে চাচ্ছেন এমন মেসেজের ওপর কিছু সময় স্পর্শ করে থাকলে এই দুটি অপশন পাওয়া যাবে। রিমুভ ফর ইউ নির্বাচন করলে প্রেরকের ‘চ্যাট থ্রেড’ থেকে মেসেজ মুছে যাবে। সে ক্ষেত্রে শুধু প্রেরকই মেসেজ দেখতে পাবেন না। কিন্তু বাকিরা সেই মেসেজ পড়তে পারবেন।
আর ‘রিমুভ ফর এভরিওয়ান’ নির্বাচন করলে যাকে বা গ্রুপে যাদের মেসেজ পাঠানো হয়েছিল, তারা কেউই মেসেজটি দেখতে পারবেন না।
পরিবর্তে চ্যাট থ্রেডে লেখা থাকবে ‘রিমুভ মেসেজ’। মেসেঞ্জার অ্যাপের নতুন ভার্সানে এই ফিচার যুক্ত হয়েছে। বর্তমানে অ্যানড্রয়েট ও আইওএস ব্যবহারকারিরা এই সুবিধা পাচ্ছেন।
এএ