ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ঢাকার বাইরেও এসো ডটকম

প্রকাশিত: ১১:২৫ এএম, ১২ আগস্ট ২০১৫

ঘরে বসেই পোশাক, ইলেকট্রনিক্স কিংবা উপহার কিনতে চান? অনলাইনে এসো ডটকমে একবার ঢু মেরে আসুন। আপনার পছন্দসই সব পণ্যই পাবেন এখানে। ঢাকাবাসীর জন্য ঘরে পণ্য পৌঁছে দেওয়ার সুবিধাতো রয়েছেই, ঢাকার বাইরেও এখন দ্রুত পণ্য পৌঁছে দিচ্ছে এসো ডটকম।

অনলাইনের কেনাকাটা শুধু ঢাকা কেন্দ্রিক নয়। ঢাকার বাইরে থেকেও মানুষ এখন অনলাইনে বিভিন্ন পণ্যের ফরমায়েশ দিচ্ছেন। এসো ডটকম সেই পণ্য পৌঁছে দিচ্ছে তাদের কাছে। এসো ডটকম থেকে পোশাক, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, শিশুদের দরকারি পণ্য এমন কি বিভিন্ন উপহার ফরমায়েশ দিচ্ছেন তারা।

এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম বলেন, অনলাইন কেনাকাটা এখন আর শুধু শহরকেন্দ্রিক নেই। মানুষ এখন ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর থেকেও পণ্যের অর্ডার দিচ্ছেন। আমরা সেই পণ্য স্বল্প খরচে পৌঁছে দিচ্ছি। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পণ্যের অর্ডার আসছে। এখন ঢাকার বাইরে থেকে ৬০ শতাংশের বেশি পণ্যের ফরমায়েশ আসছে যার বেশির ভাগ মোবাইল ফোন থেকে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনলাইনে কেনাকাটা এখন আগের তুলনায় বেড়ে গেছে। মানুষ এখন অনলাইন কেনাকাটায় অনেক সচেতন হয়েছে। পণ্য দেখে, দাম তুলনা করে তারপর পণ্য কিনছে তাঁরা। এ দিক থেকে এসোডটকম মানুষকে তাঁদের পছন্দের পণ্য কেনাকাটার দারুণ সুযোগ করে দিয়েছে।
এসোডটকম এখন বিভিন্ন পণ্য বিক্রি করছে যাতে ক্রেতারা ঘরে বসে তাদের পণ্য কেনার সুবিধা পাবেন। এসো ডটকমের ওয়েবসাইটে www.esho.com গিয়ে ক্রেতারা এখন পছন্দসই পণ্য অর্ডার দিতে পারবেন।

এআরএস/এমআরআই