ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

টেসিসের দায়িত্ব পাচ্ছেন মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০১৫

বাংলাদেশের জাতীয় টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) দায়িত্ব পাচ্ছেন দেশের বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় দেশীয় মানসম্মত ডিজিটাল ডিভাইস তৈরি ও রফতানির নতুন লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাফা জব্বারকে এই দায়িত্ব দেয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত এই সভায় টাস্কফোর্সের সঙ্গে যুক্ত সরকারের মন্ত্রণালয়, দফর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন।

সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশ হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে টেসিসের দায়িত্ব মোস্তাফা জব্বারকে দেয়া হলো বলো উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মানসম্মত দেশীয় প্রযুক্তি পণ্য তৈরি ও রপ্তানির পাশাপাশি দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতেও টেসিসের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় বেসিস সভাপতি শামীম আহসান জানান, সভায় টেসিসের দায়িত্ব মোস্তাফা জব্বারকে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিএ