ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

প্রস্তাবিত বাজেট প্রযুক্তিবান্ধব নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১০ জুন ২০১৮

বাজেট প্রযুক্তিবান্ধব নয় বলে অসন্তোষ প্রকাশ করেছেন বেসিস ও আইটি অ্যাসোসিয়েশনের নেতারা। রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন তারা এ অসন্তোষের কথা জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত হয় এমন সফটওয়্যারও বিদেশ থেকে আমদানি করা হবে। এটি আইটি শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে।’

sss

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত। নতুন এই বাজেট বাস্তবায়িত হলে কম্পিউটারের মূল্য ১১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আলমাস কবির।

এ সময় উপস্থিত ছিলেন বেসিস সিনিয়র সভাপতি ফারহানা রহমান, বিসিএস সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন প্রমুখ।

আরএম/এসআর/জেআইএম

আরও পড়ুন