ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট সেবায় নতুন দিক উন্মোচনে ‘ওলো’

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ আগস্ট ২০১৫

ইন্টারনেট সেবায় নতুন দিক উন্মোচন করতে যাচ্ছে ‘ওলো’ ওয়ারলেস ইন্টারনেট। উচ্চ গতি সম্পন্ন চতুর্থ প্রজন্মের (ফোর-জি) ইন্টারনেট সেবায় এলটিই’র এফডিডি সুবিধা প্রদানের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। দেশে চতুর্থ প্রজন্মের এলটিই’র টিডিডি সেবার প্রচলন থাকলেও এফডিডি ভার্সন এই প্রথম চালু করতে যাচ্ছে স্বনামধন্য ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠান ‘ওলো’।

‘ওলো ওয়ারলেস ইন্টারনেট’-এর চীফ টেকনিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এ সেবা ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি প্রয়াস। চতুর্থ প্রজন্মের এলটিই’র এফডিডি ভার্সন হচ্ছে টু-জি কিংবা থ্রী-জি’র চেয়ে অধিক গতি সম্পন্ন ইন্টারনেট। যা সর্বোচ্চ ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড হবে।

বাংলাদেশ ইন্টারনেট একচেঞ্জ লিমিটেড (বিআইইএল) পরীক্ষামুলক ভাবে রাজধানীর বসুন্ধরা, গুলশান, লালমাটিয়া, মোহাম্মদপুর ও  ধানমন্ডি এলাকায় নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। পরবর্তিতে রাজধানীর সর্বত্র এবং ক্রমান্বয়ে সারাদেশে এই নেটওয়ার্ক সুবিধার আওতায় আনা হবে।

এক প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, এফডিডি ভার্সনে প্রডাক্ট হিসেবে থাকছে সিম কার্ড ও ডেটা প্ল্যান। এই সেবার সুবিধা ভোগ করণে প্রয়োজন হবে, স্মার্ট ফোন, ওয়াই ফাই রাউটার, পকেট রাউটার, মডেম, ট্যাব ইত্যাদি।

চতুর্থ প্রজন্মের এলটিই’র এফডিডি ভার্সনের ইন্টারনেট ব্যবহারকারীদের খরচ কেমন হবে? -এমন প্রশ্নের জবাবে ওলো’র হেড অব কমার্সিয়াল নিয়াজ মাহমুদুল ইসলাম বলেন, আমরা এখনো গ্রাহক পর্যায়ের খরচ নির্ধারণ করিনি। তবে বর্তমান বাজারের চেয়ে কম অর্থাৎ সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। শুরুতে সিম কার্ডের সাথে আনলিমিটেড অফার ও ২০ জিবি’র একটি অফার থাকবে।

প্রসঙ্গত, চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা এলটিই’র এফডিডি সুবিধা বাংলাদেশে প্রথম হলেও পেরু, মোজাম্বিক, আফগানিস্তান, মায়ানমার ইত্যাদি দেশে ‘ওলো’ আরো আগে থেকেই এই ধরনের সেবা নিশ্চিত করেছে। পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমারেও এই সুবিধা প্রচলিত রয়েছে আরো আগে থেকেই।

আরএম/আরএস/এমআরআই