ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অক্টোবরে ম্যাক মিনির নতুন সংস্করণ

প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

আগামী মাসে অর্থাৎ অক্টোবরেই মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ছোট আকৃতির ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনির নতুন সংস্করণের উদ্বোধন করতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নতুন আইপ্যাড ও অপারেটিং সিস্টেম ওএসএক্স ইয়োসেমিটেরও উদ্বোধন করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক সূত্র সম্প্রতি এ তথ্য জানায়। - খবর টেকরাডার

সম্প্রতিই উদ্বোধন হলো অ্যাপলের নতুন আইফোনের। এছাড়া প্রতিষ্ঠানটি প্রথম পরিধেয় প্রযুক্তির বাজারেও প্রবেশ করেছে। এবার তারা ডেস্কটপ কম্পিউটারের বাজারে আলোড়ন তৈরির পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ডেস্কটপ কম্পিউটারের ছোট নতুন সংস্করণের উদ্বোধনের পরিকল্পনা করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না জানানো হলেও বিশ্লেষকরা মনে করছেন, আগামী মাসেই ম্যাক মিনিসহ একাধিক সেবার উদ্বোধন করতে পারে প্রতিষ্ঠানটি। ২০১২ সাল ম্যাক মিনির পূর্ববর্তী সংস্করণ বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠানটি। আকারে ছোট হওয়ার কারণে এটি সার্ভার হিসেবেও ব্যবহূত হচ্ছে। আইভি ব্রিজ প্রসেসরবিশিষ্ট ম্যাক মিনির বর্তমান সংস্করণটির দাম পড়ছে ৪৯৯ ডলার। নতুন সংস্করণের ম্যাক মিনিতে ইন্টেল কোর এম প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানটি নতুন নতুন ডিভাইসের মাধ্যমে প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করে যাচ্ছে। অনেকেই মনে করছেন, ২০১৪ সাল হতে যাচ্ছে অ্যাপলের পণ্যময় একটি বছর। কারণ এরই মধ্যে প্রতিষ্ঠানটি বেশকিছু সেবার উদ্বোধন করেছে। আর বাজারে নতুন ছাড়া সেবাগুলোর চাহিদাও উল্লেখযোগ্য পরিমাণে বেশি।