ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গুগলের নতুন ওয়্যারলেস সার্ভিস `প্রজেক্ট ফাই`

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২২ জুলাই ২০১৫

ওয়্যারলেস মোবাইল সার্ভিস ইন্ডাস্ট্রিতে গুগলের নতুন সার্ভিস `প্রজেক্ট ফাই`। আমেরিকায় এপ্রিলে `প্রজেক্ট ফাই`-এর উদ্বোধন করে গুগল। এই নতুন যোগ ওয়াই-ফাই সার্ভিস থেকে ভিন্ন।

এর দ্বারা গুগল নেক্সাস ৬ স্মার্টফোনের মাধ্যমে সাবস্ক্রাইবাররা কল, টেক্সট এবং ওয়েবে সার্ফ করতে পারবেন। এসব কাজে প্রতিমাসে নিজের খরচও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। এই পদ্ধতি অন্যন্য মোবাইল সার্ভিস থেকে ভিন্ন। অন্যরা সাধারণত ওয়াই-ফাই সার্ভিসকে ভয়েস এবং ডেটা যোগাযোগের ডিফল্ট পদ্ধতি হিসেবে ব্যবহার করে।

প্রজেক্ট ফাই`কে প্রতিযোগী হিসেবে তুলে ধরছে না গুগল। বরং তারা বলছে, এটি পরীক্ষামূলক ব্যবস্থা যার মাধ্যমে অন্যান্য অপারেটররা আরো কম খরচে ডেটা পরিকল্পনা দিতে পারবে গ্রাহকদের।

প্রজেক্ট ফাই প্রাথমিকভাবে স্থানীয় ওয়াই-ফাই নেটওয়ার্ককে যুক্ত হবে। এসব ওয়াই-ফাই মানুষ বাড়িতে বা অফিসে বা পাবলিক স্পটে ব্যবহার করেন। এ ক্ষেত্রে গুগল ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্ট করে নিরাপত্তা নিশ্চিত করবে। যখন ওয়াই-ফাই সংযোগ দুর্বল হবে তখন প্রজেক্ট ফাই স্প্রিন্ট এবং টি-মোবাইলেরে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ঘটাবে। ফলে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার সময় কল ড্রপসহ অন্যান্য অসুবিধার মুখে পড়বেন না ব্যবহারকারীরা।

এই সার্ভিসের সঙ্গে যোগ হতে হলে দুটো কাজ করতে হবে। একটি জিমেইল অ্যাড্রেস ব্যবহার করে ইনভাইটের জন্যে অনুরোধ পাঠাতে হবে। আর দ্বিতীয়ত একটি নেক্সাস ৬ স্মার্টফোন থাকতে হবে। এই ফোনে বিশেষায়িত রেডিও রয়েছে যা কয়েকটি সেল নেটওয়ার্কে যুক্ত হতে পারে।

একবার ইনভাইট পেয়ে গেলে আপনি সাইন-ইন সাইটের সংযোগ পাবেন। সেখানে জিপ কোড দিয়ে নিশ্চিত হতে হবে আপনার এলাকা কাভারেজে রয়েছে কিনা।

এর ডেটা পরিকল্পনা বেশ সহজ। কয়েক ধরনের প্ল্যান থেকে যেটা বেছে নেবেন তা ব্যবহারে সুবিধা রয়েছে। মাসে প্রতি ১ জিবির জন্যে চার্জ ১০ ডলার। ধরুন- ৪ জিবির একটি অফার নিয়ে ৩.১ জিবি ব্যবহার করেছেন। পরের মাসে ৯০০ এমবি যোগ হবে অথবা ৯ ডলার ফেরত পাবেন। আবার একইভাবে বাড়তি ব্যবহারের হিসাব-নিকাশ হবে।

প্রজেক্ট ফাই`য়ের ডেটা স্পিড পর্যবেক্ষণ করেছেন সি নেটের গবেষকরা। ৪জি এলটিই ডেটা স্পিডের ক্ষেত্রে ডাউনলোড রেট ছিল ৩-১৩ এমবিপিএস। আর আপলোড রেট ছিল ১-১৮ এমবিপিএস। সাতটি ট্রায়ালে গড় দুই ক্ষেত্রের গড় ছিল ৫.৪৮ এমবিপিএস এবং ৯.১৭ এমবিপিএস।

তবে গুগল ওয়্যারলেস সার্ভিস নিয়ে একা নয় বাজারে। রিপাবলিক ওয়্যারলেস এবং স্ক্র্যাচ ওয়্যারলেসও রয়েছে এ তালিকায়। সূত্র : সি নেট

আরআইপি