ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের স্মার্টফোন না কেনার পরামর্শ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:২১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

চীনের টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের স্মার্টফোন না কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

গত মঙ্গলবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে এ আহ্বান জানানো হয়।

শুনানিতে সিআইএ, এফবিআই, এনএসএসহ ছয়টি গোয়েন্দা সংস্থার প্রধান চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জেডটিইকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তারা বলছেন, এসব প্রতিষ্ঠানের ডিভাইস বা সরঞ্জাম ব্যবহার করলে তথ্য চুরির আশঙ্কা রয়েছে।

এফবিআই পরিচালক ক্রিস রে বলেন, আমাদের টেলিযোগাযোগ খাতে এমন কোনো বিদেশি প্রতিষ্ঠানকে প্রবেশ করতে দেয়া উচিত হবে না, যাদের ওপর সেই দেশের সরকারের প্রভাব রয়েছে।

তবে হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, বিশ্বের প্রায় ১৭০টি দেশের সরকার ও গ্রাহকের আস্থা অর্জন করেছে হুয়াওয়ে। অন্য প্রতিষ্ঠানের মতো তাদের পণ্যে বড় ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি নেই।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখলের চেষ্টা করে হুয়াওয়ে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

বিএ