ফেলে দেয়া কাগজ দিয়ে ‘গয়না বাড়ি’
প্রয়োজন শেষে ফেলা দেয়া হয় নানা রকমের কাগজ। এসব কাগজ দিয়েই হরেক রকমের গয়না তৈরি করছেন নাসিমা খন্দকার। উদ্যোক্তা হাটে পসরা সাজিয়ে বসেছেন নিজের তৈরি গয়না নিয়ে। এ উদ্যোগের নাম ‘গয়না বাড়ি’। অনলাইন ঠিকানা - www.facebook.com/paper2pearlBD
বৃহস্পতিবার সকালে এ হাটের উদ্বোধন করেন স্টল পরিদর্শনে আসা ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
গয়না বাড়ির উদ্যোক্তা নাসিমা খন্দকার বলেন, আমরা ‘ইকো ফ্রেন্ডলি জুয়েলারি’ তৈরি ও বিক্রি করছি। গয়নাগুলো আমি নিজেই তৈরি করি। গয়না উপাদানের জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাগজ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে হয়। হাট উপলক্ষে যে কোনো ধরনের গয়নায় ২০ ভাগ ছাড় দেয়া হচ্ছে।
রাজধানীর ধানমন্ডীর ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিন দিনব্যাপী উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। হাটের আয়োজক বিডিওএসএন এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।
এবারের হাটে ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এএ/এমআরএম/পিআর