ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শুভ জন্মদিন গুগল

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

আজ গুগলের জন্মদিন। ষোল বছরে পা রাখল গুগল। ষোলটি বছর সাফল্যের সঙ্গে অতিক্রম মোটেই কম কথা নয়। তারচেয়ে বড় কথা হচ্ছে গুগল অত্যন্ত জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
 
বার্থ ডে সেলিব্রেশনে গুগল ডুডলের লোগোয় জানান দিচ্ছে সে আনন্দই। অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে, ‘জি’ ও ‘এল’ অক্ষরটি অন্যদের তুলনায় বেশ খানিকটা বড়।
 
গুগলের জন্মদিন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। এ নিয়ে বিতর্কও আছে অনেক। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকরপোরেশন প্রতিষ্ঠার আবেদন জানায়। তিন দিন পর ৭ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হয়। গুগল.কম ডোমেইনটি নিবন্ধিত হয় ১৫ সেপ্টেম্বর। সব দিনই গুগলের জন্মদিন হিসেবে বিবেচিত হতে পারে। তবে গুগল কর্তৃপক্ষ ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিনটি জন্মদিন পালন করে আসছে।