ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে উদযাপিত হয়েছে বাংলা উইকিপিডিয়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া।

জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, নির্বাহী সদস্য শাবাব মুস্তাফা, তানভির রহমান, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব), কোষাধ্যক্ষ তানভির মোর্শেদ, নির্বাহী সদস্য মহীন রীয়াদ, মাসুম আল হাসান (রকি)-সহ বিভিন্ন জেলা থেকে আগত সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলায় তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভান্ডার হিসেবে বাংলা উইকিপিডিয়ার এগিয়ে যাওয়াটা বেশ জরুরি এবং সেটা ধীরে ধীরে হচ্ছে। এর মাধ্যমে বিনামূল্যে সকলের জন্য একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে উঠছে নিজের ভাষায়।

আয়োজকরা জানান, ১৩ বছর পার করা বাংলা উইকিপিডিয়া ধীরে ধীরে আরো সমৃদ্ধ হয়ে উঠছে। চলতি বছর নারীদের উইকিপিডিয়া সমৃক্ত করা, সাংবাদিকদের উইকিপিডিয়া কার্যক্রমে যুক্ত করা, উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা আরো বড় পরিসরে করাসহ সারাদেশে নানা ধরনের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকেরা নিজেদের নানা ধরনের কার্যক্রমের কথা তুলে ধরেন।

এএ/এমএস

আরও পড়ুন