একটানা ৩৬৫ দিন ফেসবুক লাইভ
একটানা ৩৬৫ দিন ফেসবুক লাইভ করে চমকে দিয়েছেন ড্রিম ডিভাইজারের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বী। প্রতিদিন ‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ নিয়ে ফেসবুক লাইভ করেছেন তিনি। গত বছরের ১৯ জানুয়ারি থেকে টানা ৩৬৫ দিন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং সৃজনশীল বিষয় নিয়ে তার ফেসবুকে লাইভ আড্ডা দিয়েছেন। সম্ভবত একই বিষয়ে একটানা এতদিন আর কেউ লাইভ করেননি।
‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ সম্পর্কে গোলাম রাব্বী বলেন, ‘আমি তিনটি বিষয়কে সামনে রেখে এমন ভিন্নধর্মী আয়োজন করার পরিকল্পনা করি। অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও টানা একবছর লাইভটি করতে পেরে খুবই ভালো লাগছে।’
তিনি বলেন, ‘সবাইকে সকাল সকাল লাইফস্টাইল সংক্রান্ত বিজ্ঞানময় কনটেন্ট দিয়ে ঘুম থেকে জাগাতে এবং সুন্দরভাবে দিনটি শুরু করতে উদ্বুদ্ধ করাই এমন আড্ডার লক্ষ্য। এছাড়া প্রতিদিন সকালে সবাইকে সানন্দে ভালো তথ্যে সম্পৃক্তের অভিবাদন জানানোও উদ্দেশ্য ছিল।’
জানা গেছে, এ আয়োজনের ১ বছর পূর্তি উপলক্ষে ড্রিম ডিভাইজার পরিবার দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বিশিষ্ট গুণিজনদের দেশ-বিদেশ থেকে লাইভে যুক্ত করে। এতে যুক্ত হয়েছিলেন দ্বীপ আজাদ, রাজিব আহমেদ, সুধারাম সাধু, শরিফুল হাসান, জুয়েল রানা, শামীম আল আমিন এবং মিজানুর রহমান সোহেল।
এসইউ/জেআইএম