ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অপো এ৮৩ এখন বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

বাজারে এলো এন্ট্রি-লেভেল ক্যামেরা ফোন অপো-এ৮৩। ফুল স্ক্রিন ডিসপ্লের অপোর এই হ্যান্ডসেটে থাকছে ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩ হাজার ১৮০ এমএএইচ ব্যাটারি।

অপো এ৮৩ হ্যান্ডসেট নতুন প্রজন্মের সেলফি এক্সপার্ট। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা। যা ২০০টিরও বেশি ফোকাস পয়েন্ট দ্বারা খুবই পরিস্কারভাবে ফেসিয়াল স্ট্রাকচার ধারণ করতে পারে এবং যেকোনো অবস্থায় এটি মুখের ছবিকে স্পষ্ট করে।

হ্যান্ডসেটের ৫ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লেতে রয়েছে ১৪৪০*৭২০ উচ্চ রেজ্যুলেশন। যা প্রতিটি ছবিকে করে আরো পরিস্কার এবং উজ্জ্বল। আরো রয়েছে ফেস আনলক ফিচার।

এতে রয়েছে তিনটি আলাদা কার্ড স্লট (ডাবল ন্যানো-সিম কার্ডের সঙ্গে টিএফ স্লট)। যাতে ফোনকলের জন্য দুটি সিম কার্ড রাখা যাবে।

এএ/পিআর

আরও পড়ুন