ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কমবে বিজ্ঞাপন, গুরুত্ব পাবে বন্ধুদের স্ট্যাটাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী সপ্তাহ থেকেই এ পরিবর্তন দেখা যেতে পারে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে জানান, এ পরিবর্তনের ফলে নিউজ ফিডে বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট কম দেখা যাবে। বিজ্ঞাপনের বদলে বন্ধুদের স্ট্যাটাস, কমেন্ট ও ভিডিও বেশি দেখা যাবে নিউজ ফিডে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরিবর্তনের ফলে নন-অ্যাডভারটাইজিং পোস্ট যেমন খবর এবং ভাইরাল ভিডিও নিউজ ফিডে কম দেখা যাবে, তবে টাকার বিনিময়ে দেয়া বিজ্ঞাপন আগের মতোই দেখা যাবে।

জুকারবার্গ আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ফেসবুকে বন্ধু ও পরিবারের পোস্টের চেয়ে বিজ্ঞাপনমূলক পোস্ট বেশি দেখা যায়। এর ফলে ব্যবহারকারীরা কিছুটা বিরক্ত। তাই ব্যবহারকারীদের ফেসবুকের সময়টা উপভোগ্য করতে আমরা নতুন এ পরিবর্তন আনার ঘোষণা। আশা করি বন্ধু ও পরিবারের জন্য ব্যক্তিগত মুহূর্তগুলো আরও সুন্দর হবে।

নতুন এ পরিবর্তনের অ্যালগরিদমগুলো বিভ্রান্তিকর সংবাদ এবং ভুল তথ্যের প্রচার ঠেকাতে আরও বেশি কার্যকর বলে জানানো হয়।

এআরএস/এমএস

আরও পড়ুন