ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

২০১৭ সালের সেরা ১০ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭

শেষের পথে আরও একটি বছর। বছরজুড়েই আলোচনায় ছিল স্মার্টফোনের নানা অ্যাপ ও গেম। অন্য অনেক ক্যাটাগরীর মতো তাই বছরজুড়ে আলোচনায় থাকা অ্যাপের বিষয়টিও তালিকায় চলে আসে।

Game-1

অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের এসব অ্যাপ ও গেম প্রচুর ডাউনলোড হয়েছে চলতি বছর। ডাউনলোড ও জনপ্রিয়তার বিবেচনায় বাছাই করা আলোচিত অ্যাপের তালিকা থেকে প্রথম দশটি তুলে ধরা হবে।

App-3

প্রথমেই বলতে হয় অ্যানিমেল ক্রসিং গেমের কথা। বছরজুড়েই ডাউনলোড হয়েছে এই গেম। দ্বিতীয়তেই রয়েছে ইমেইলের অ্যাপ অ্যাস্ট্রোবোট। প্রচুর গ্রাহক অ্যাপটি ডাউনলোড করেছে।

App-4

তিন নম্বরে রয়েছে বুলজ নামের গেম। এই গেমটি একেবারেই সহজ। বল ব্যবহার করে নির্দিষ্ট ঘরে আঘাত করতে হয় এই গেমে।

App-5

আইমুভি এবং স্ন্যাপচ্যাটের মিশ্রণে তৈরি হয়েছে ভিডিও অ্যাপ ক্লিপস। এই অ্যাপটি রয়েছে তালিকার চারে। পাঁচ নম্বরে ডাটালি। ছয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট, সাত নম্বরে হ্যালিডে, আট নম্বরে এইচকিউ, নয় নম্বরে আকেয়া প্লেস এবং সুপার মারিও রান দশ নম্বরে।

Game-6

সূত্র : মাসাবল

কেএ/পিআর

আরও পড়ুন