৯ কোটি আইফোন উৎপাদন করবে অ্যাপল
মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল আইফোন সিক্স দিয়ে স্মার্টফোন বাজার এখন অনেকটাই নিজেদের দখলে নিয়েছে। দিন দিন যেভাবে তাদের গ্রাহক চাহিদা বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদনও বাড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। আর গত বছর প্রতিষ্ঠানটি সাত কোটি আইফোন সিক্স ও সিক্স প্লাস উৎপাদন করে। হোন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি ও পেগাট্রন কর্পোরেশন এসব ফোন সরবরাহ করে। এটি ছিল আইফোনের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন আদেশ।
এবার এ রেকর্ডও আর থাকছে না। নতুন করে এ প্রতিষ্ঠানটি এবার ৯ কোটি ডিভাইস উৎপাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ফোন সরবরাহকারী গত বছরের ওই দুই প্রতিষ্ঠানের সাথে এবছর তাইওয়ান ভিত্তিক উইস্ট্রন কর্পোরেশনকে ফোন সরবরাহের আদেশ দেয়া হয়েছে। ৪ দশমিক ৭ ও ৫ ইঞ্চির দুই সংস্করণের এই ডিভাইসের সরবরাহ আদেশ দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে মার্কিন প্রতিষ্ঠানটিকে বিপুল সংখ্যক আইফোন উৎপাদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ দিতে হচ্ছে। পরবর্তী আইফোনের প্রাথমিক উৎপাদনের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপলের পরবর্তী আইফোনে ফোর্স টাচ প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে ডিভাইসের পর্দায় জোরে ও আলতোভাবে চাপ দেয়ার মাধ্যমে ভিন্ন ফিচার ব্যবহার করা যায়। এ প্রযুক্তি অবশ্য অ্যাপলের স্মার্টঘড়ি ও ম্যাকবুক ল্যাপটপে রয়েছে। কিন্তু আইফোনে এই প্রথম।
এসআইএস/এআরএস/আরআইপি