স্মার্টফোন ব্যবহারে অভিনব উদ্যোগ স্যামসাংয়ের
মুঠোফোন আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ। তাই মোবাইল নির্মাতারা বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছেন। ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি এক নতুন নকশার স্মার্টফোন নির্মাণের চিন্তা করছে।
ফোর্বস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নতুন স্মার্টফোনটিতে থাকবে দুটি স্ক্রিন। স্ক্রিন দুটি সফটওয়্যারের মাধ্যমে যুক্ত থাকবে। চাইলে এদের একটি স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। অাবার পৃথক স্ক্রিন হিসেবেও ব্যবহার করা যাবে।
স্ক্রিন দু’টিকে কাজে লাগিয়ে গেম খেলার সময় বিশেষ সুবিধা পাওয়া যাবে। প্রতিবেদনে জানানো হয়েছে, একটি স্ক্রিনকে ডিসপ্লে ও অন্যটিকে টাচ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যাবে। এর দু’টি অংশ ৩৬০ ডিগ্রি বাঁকা করার সুবিধাও থাকবে। নতুন নকশার একটি পেটেন্ট প্রকাশিত হয়েছে। এখন অপেক্ষা বাজারে আসার।
এসইউ/পিআর