আউটসোর্সিংয়ে বাংলাদেশ হবে এক নম্বর : পলক
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে আউটসোর্সিংয়ে বিশ্বের এক নম্বর দেশ হবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পলক বলেন, ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের দূরদর্শীতার কারণে টেলিকমিউনিকেশন সেক্টরে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বের পাঁচ বৃহৎ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সারাবিশ্বের কাছে শ্রমনির্ভর অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। তাই আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপনের করার লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, বর্তমানে প্রতিবছর ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ২০ হাজার আইটি গ্রাজুয়েট বের করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১২ কোটি ৪৭ লাখ মোবাইল ব্যবহারকারী রয়েছে, যা মোট জনসংখ্যার ৮১ শতাংশ। এছাড়া রয়েছে ৪ কোটি ৪২ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। এছাড়া ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র(ইউডিসি) এবং ৩৮৭টি পৌরসভা ডিজিটাল কেন্দ্র (পিডিসি) নির্মাণ করা হয়েছে। সারা দেশে ৫ হাজার ২৭৫টি আইটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। গত ৭ বছরে সাড়ে ৭ লাখ আইটি পেশাজীবী তৈরি হয়েছে। বর্তমানে দেশের আইটি সেক্টরের ১ হাজার কোম্পানি দেশে-বিদেশে কাজ করছে।
তিনি বলেন, ১২টি আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সবগুলো বিভাগীয় শহরে আইটি পার্ক নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে সব জেলা শহরে নির্মাণ করা হবে একটি করে হাইটেক পার্ক।
এইচএস/এআরএস/পিআর