কেউ যাতে স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে : জয়
কেউ যাতে স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কখনও স্বাধীনতার চেতনা ভুলবেন না, ভবিষ্যৎ প্রজন্মকেও ভুলতে দেবেন না। বিগত সরকারের আমলে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত ছিল না বলেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে তরুণেরা আত্মবিশ্বাসী ছিলেন না।
জয় বলেন, স্বাধীনতা চায়নি বলেই দেশ আত্মনির্ভরশীল হোক আগের সরকারগুলো চায়নি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কিছু বুদ্ধিজীবী বিদেশ থেকে প্রতিবন্ধীদের অনুদানের নামে টাকা এনে আত্মসাৎ করেছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণেই বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ।
এইউএ/একে/আরআইপি