ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

৪২ উদ্যোগ পেল বেসিস অ্যাওয়ার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১০ অক্টোবর ২০১৭

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী আইডিয়া ও সেবার জন্য ১৭টি ক্যাটাগরিতে ৪২টি উদ্যোগকে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দেশের সম্ভাবনাময় ও উদ্ভাবনী ৪২টি প্রকল্পের প্রধানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় পলক বলেন, ‘আগামীর ডিজিটাল বাংলাদেশের সাফল্য নির্ভর করছে বেসিসের সদস্যদের সাফল্যের উপর। গত ৩০ বছরে সরকারের সহযোগিতার কারণেই আমাদের গার্মেন্টস সেক্টর সর্বোচ্চ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তেমনিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইসিটি উপদেষ্টাসহ সরকারের সহযোগিতার মাধ্যমে বেসিস ও তথ্যপ্রযুক্তি খাত অনন্য উচ্চতায় যাবে। সেই লক্ষ্য নিয়েই বেসিস ও আমরা একাত্মভাবে কাজ করছি।’

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেসিসের সহ-সভাপতি ও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস’র আহ্বায়ক এম রাশিদুল হাসান, লিডসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ।

এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস’র পৃষ্ঠপোষকতায় ছিল বেসিস সদস্য কোম্পানি লিডসফট বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে আসন্ন অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-২০১৭ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তাতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

এএসএস/জেডএ/আইআই

আরও পড়ুন