ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এবার পকেটের মধ্যেই স্মার্টফোন বিস্ফোরণ (ভিডিও)

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ এএম, ১০ অক্টোবর ২০১৭

স্মার্টফোনের মাধ্যমে প্রায়ই নানা দুর্ঘটনার খবর শোনা যায়। তবে চার্জ দেয়ার সময় ফোনের বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। কিন্তু এবার স্মার্টফোন ব্যবহারকারীর পকেটেই বিস্ফোরিত হয়েছে ফোন।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। ফোনটি পকেটে থাকা অবস্থায় হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ফোনটিতে। আতঙ্কে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। প্রাণপণ চেষ্টা করতে থাকেন জামাটি খুলে ফেলার জন্য। পরে জামা খুলে ফেলে দিয়ে রক্ষা পান তিনি। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে।

জানা গেছে, ফোনের মডেলটি ২০১৩ সালের। তবে ফোনটি কোন কোম্পানির তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফোনটি চায়নায় তৈরি এবং ভিন্ন কোম্পানির ব্যাটারি ব্যবহার করার কারণেই এটি বিস্ফোরিত হয়েছে।

চার্জ দেয়ার সময় অনেক সময়ই কোনও কোনও ফোন বেশি গরম হয়ে ওঠে। বিপদ এড়াতে সেসব ক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়া উচিত।

এআরএস/জেআইএম

আরও পড়ুন