যাকাত প্রদান সহজ করতে কেইমুর উদ্যোগ
যাকাত প্রদান সহজ করতে জনপ্রিয় অনলাইন শপ কেইমু নতুন একটি পেইজ চালু করেছে। এই পেইজের মাধ্যমে খুব সহজেই যাকাত প্রদান করতে পারবেন বিত্তবানরা।
সম্প্রতি বনানীতে কেইমুর নিজস্ব কার্যালয়ে ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে কেইমুর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো- হলো-জাগো ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, চ্যারিটি রাইট এবং ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ।
কেইমুর এ পেইজটিতে বই, কাপড় ও বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য প্রদর্শিত হবে।এখান থেকে বিত্তবানরা যাকাত প্রদান করার জন্য খুব সহজেই পণ্য পছন্দ করতে পারবেন।
কেইমুর ডেপুটি কান্ট্রি ম্যানেজার কাজী জুলকারনাইন বলেন, যাকাত প্রদান প্রক্রিয়াকে সহজ করতে বিত্তবানদের জন্য আমরা এ নতুন সেবাটি চালু করেছি। আশা করি আমাদের এ সেবাটি তাদের ভালো লাগবে।
এআরএস