ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হাতের মুঠোয় নরেন্দ্র মোদি!

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৭ জুন ২০১৫

সোশ্যাল মিডিয়ার প্রায় সব ক’টি মাধ্যমেই আছেন ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তার সঙ্গে যোগাযোগের মাধ্যমকে আরো মজবুত করলেন তিনি নিজেই। হ্যাঁ, বলতে গেলে এখন থেকে তাকে পাওয়া যাবে হাতের মুঠোতেই।

অনেক দিন ধরেই ভারতের টেক-স্যাভি নেতাদের মধ্যে নিজের জায়গা জাঁকালো করেছেন মোদি। ফেসবুক আর টুইটারের মাধ্যমে যতটা পারেন নিজেকে তুলে ধরেন আম-আদমির কাছে। তবে, সে তো আর ২৪ ঘণ্টার জন্য নয়। কারও ইচ্ছে হতেই পারে, দিন বা রাতের যে কোনও মুহূর্তে প্রধানমন্ত্রী কী করছেন তা জানতে! অথবা, যে কোনও সময়ে খোদ মোদিরই ইচ্ছে হতে পারে নিজের ভাবনা-চিন্তাকে সাধারণের কাছে পৌঁছে দিতে। আর এ দুয়েরই উদ্দেশ্য পূরণ করতে চালু করলেন ‘নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ’।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে উদ্বোধন করলেন ‘নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ’। এ দিন অ্যাপটির উদ্বোধনের পর টুইট করেছেন মোদী। সেখানে তিনি লিখেন, ‘নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হল। আসুন, এখন থেকে মোবাইলে যোগাযোগ রাখি।’

আরএস