টুইটারে প্রকাশিত অনেক খবরই ভুয়া!
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারের অনেক খবরই ভুয়া। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে টুইটারে যা কিছু প্রকাশিত হয় তার ২৫ শতাংশই ভুয়া। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই দাবি করেছেন। তারা গবেষণা করে দেখেছেন, শুধু খবরই নয় শতকরা ২৫ শতাংশ টুইট বিশ্বাসযোগ্য নয়।
যারা সচরাচর টুইটার ব্যবহার করেন তাদের জন্য অবশ্য খবরটিতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নানা কারণে মানুষ ভুয়া তথ্য দিয়ে থাকে। কেউ ভুয়া তথ্য দেয় ইচ্ছা করে কেউবা অনিচ্ছায়। যেমন কেউ কোনো কিছু না জেনে কোনো বিষয়ে আরও বেশি জানতে ভুয়া টুইট করে বসে।
যেমন তারকাদের বিভিন্ন গুজব, বড় বড় ব্র্যান্ড ও রাজনীতিবিদদের নিয়ে প্রতি মিনিটেই অসংখ্য ভুয়া টুইট হচ্ছে।
কেউ কেউ গুজব ছড়ানোর জন্যও টুইট করে। যেমন ২০১৪ সালে ইবোলা নিয়ে যেসব টুইট প্রকাশিত হয়েছিল তার মধ্যে ‘ইবোলা জম্বি’ নিয়ে করা টুইটগুলো লাখো শেয়ার হয়েছিল। কিন্তু এই ইবোলা জম্বির খবর ছিল পুরোটাই ভিত্তিহীন।
এসএইচএস/এমএস