জাতিসংঘের পুরস্কার পাচ্ছেন সোনিয়া
টেকসই লক্ষ্যমাত্রা অর্জন ক্যাটাগরিতে বিশ্বব্যাপী ১০ জনকে পুরস্কৃত করা হবে। এতে এসডিজি নেতৃত্বদানকারী হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
নারীদের ডিজিটাল শিক্ষার ক্ষমতায়নে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএন গ্লোবাল লিডারস সামিট ২০১৭-তে নির্বাচিতদের বিশেষ সম্মানে ভূষিত করা হবে।
সম্মাননা প্রসঙ্গে সোনিয়া বশির কবির বলেন, ‘জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট দল আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
এসইউ/আইআই