ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আইপ্যাডে ফেসবুক ম্যাসেঞ্জার

প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৫ জুলাই ২০১৪

আইপ্যাডের জন্য উম্মুক্ত হলো ফেসবুকের জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ‘ফেসবুক ম্যাসেঞ্জার’। নতুন এই অ্যাপে সরাসরি ফোনের ক্যামেরা রোলের মাধ্যমে ভিডিও সেভ করার সুবিধা যোগ করা হয়েছে।

রুপ ম্যাসেজিং অ্যাপ ‘বেলুগা’ কেনার প্রায় তিন বছর পর বৃহস্পতিবার আইপ্যাডের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার ছাড়া হয়। এই ‘বেলুগা’ অ্যাপের ওপর ভিত্তি করেই ফেসবুক তাদের অফিসিয়াল ম্যাসেঞ্জার তৈরি করে।

এর আগে অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারলেও আইফোনের বর্ধিত ফেসবুক ম্যাসেঞ্জার ছাড়া আইপ্যাডেও ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করা যেতো।

এদিকে এপ্রিলে ফেসবুক জানিয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

অপরদিকে চলতি বছরের প্রথমদিকে ১৬ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় ম্যাসেজিং সেবা ‘হোয়াটসঅ্যাপ’ কেনার পর ফেসবুক ম্যাসেঞ্জারের ভবিষৎ নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল এবার তা আপাতত ঘটছে না। অর্থাৎ শিগগিরই এই ম্যাসেঞ্জারের বিলুপ্তি ঘটছে না।