ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পশ্চিমবঙ্গে আবারও ‘ব্লু হোয়েল’ আতঙ্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৫ আগস্ট ২০১৭

পশ্চিমবঙ্গে আবারও দেখা দিয়েছে অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ আতঙ্ক। রাজ্যের মেদিনীপুরের গড়বেতায় অনলাইন মরণ গেমের ফাঁদে পড়েছে একাদশ শ্রেণির এক ছাত্র। ব্লেড দিয়ে সে হাত কেটেছে। খবর- এবিপি আনন্দ।

খবরে বলা হয়, গড়বেতার স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের দাবি, কয়েকদিন আগে তার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করতেই মোবাইল ফোনে ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ সয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। এরপর তার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে।

তার দাবি, ফোনে তার সব বায়োডাটা বলে দিত। বলা হয়, চ্যালেঞ্জ নিতে পারবে? হ্যাঁ বলায় একটা করে এসএমএস দিতে শুরু করে। এর পর মেসেজ অনুযায়ী ব্লেড দিয়ে হাত কেটে ‘এফ-৫৭’ লেখে সে।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দাবি করছেন, পুবো ঘটনাটাই নাটক। ছেলেটি গল্প ফেঁদেছিল। তবে ঘটনার তদন্তে নেমেছে গড়বেতা থানার পুলিশ। সেই ছাত্রের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারীরা।

আরএস/এমএস

আরও পড়ুন