গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে সার্চ করেন। ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইলে- মানুষের খোঁজার অন্ত থাকে না। হাজারো ওয়েবসাইট, ছবি ও ভিডিও গুগলে খুঁজে বেড়ায় মানুষ। ফলে এসব হিস্ট্রি থেকে যায় ব্রাউজারে। অনেক সময় এসব হিস্ট্রির কারণে লজ্জায় পড়তে হয় ব্যবহারকারীকে। যদি ডিলিট করার উপায় জানা থাকে তাহলে নিশ্চিন্তে থাকায় যায়।
যেভাবে গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন:
* প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন ‘How to delete google searches’।
* রেজাল্ট বক্স থেকে Go to Search History-তে ক্লিক করুন।
* গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
* সার্চ হিস্ট্রি পেজ থেকে Remove items এর পাশের বক্সে ক্লিক করলেই আপনি সকল সার্চ হিস্টোরি কিংবা নির্দিষ্ট কোন কোন বিষয় Remove করতে চান, তা করতে পারেন।
গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকাকালীন যেসব সার্চগুলো করা হয়েছে, একমাত্র সেগুলোকেই মুছে ফেলা যাবে।
এআরএস/আইআই