ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এনএমটি পদ্ধতিতে অনুবাদ হবে ফেসবুকের পোস্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৭ আগস্ট ২০১৭

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট ট্রান্সলেটের (অনুবাদ) কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিউরাল মেশিন ট্রান্সলেশন (এনএমটি) সিস্টেম। এর আগে কোম্পানিটি ফ্রেইজভিত্তিক মেশিন ট্রান্সলেশন সিস্টেম ব্যবহার করেছে।

ফ্রেইজভিত্তিক মেশিন ট্রান্সলেশন সিস্টেমটিতে অনেক সীমাবদ্ধতা ছিল। ফলে পুরো বাক্য ট্রান্সলেট করতে পারত না বরং বাক্য ভেঙে শব্দগুচ্ছ ও কি ওয়ার্ডে পরিণত হতো। তবে নতুন প্রযুক্তি নিউরাল মেশিন ট্রান্সলেশন সিস্টেম (এনএমটি) পুরো বাক্য ট্রান্সলেট করতে সক্ষম।

তবে ফেসবুকের প্রকৌশলী নেসিপ ফাজিল আয়ান জানিয়েছেন, ফেসবুকে প্রচার পরিমাণ অশ্লীল ও সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা হয়। অপ্রচলিত ভাষার ব্যবহার তো আছেই। তাই যথাযথ ট্রান্সলেশন করার কাজটি এনএমটির জন্যও বেজায় কঠিন।

আরএস/জেআইএম

আরও পড়ুন