ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভিডিও কলের সুবিধা আনছে ট্রু কলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০৪ আগস্ট ২০১৭

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ভিডিও কলিং সেবাদানকারী অ্যাপ গুগল ডুয়োর সঙ্গে মিলে ভিডিও কল করার সেবা চালু করেছে জনপ্রিয় মোবাইল অ্যাপ ট্রু কলার। সুইডিশ এই কোম্পানিটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ট্রু কলার ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে হাই কোয়ালিটির ভিডিও কল করতে পারবেন।

ট্রু কলারের এক কর্মকর্তা জানিয়েছেন, সব সময় কথা বা লেখা দিয়ে মনের কথা প্রকাশ করা যায় না। ফলে গুগলের মত চমৎকার অংশীদার পেয়ে আমরা ভাবছি, গুগল ডুয়োর মাধ্যমে হাই-কোয়ালিটি ভিডিওর অভিজ্ঞতা লাখ লাখ গ্রাহকদের মাঝে পৌঁছে দেব।

গুগল ডুয়ো প্রধান অমিত ফুলেই জানিয়েছেন, আমাদের লক্ষ্য হলো মানুষ যেন সহজেই, দ্রুত ভিডিও কল করতে পারে এবং তা তাদের সাধ্যের মধ্যে থাকে। ট্রু কলারের সঙ্গে এক হয়ে আশা করছি লক্ষ্যে পৌঁছতে পারব।

আরএস/পিআর

আরও পড়ুন