ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দুর্যোগে সহায়তা দিতে গুগলের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ এএম, ২৭ জুলাই ২০১৭

বিশ্বব্যাপী প্রতিনিয়তই ঘটছে আবহাওয়ার বিরূপ প্রভাব। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্যোগে সহায়তা দিতে এবার এগিয়ে এলো গুগল। প্রতিষ্ঠানটি তাদের সার্চ ও ম্যাপ অপশনে ‘এসওএস অ্যালার্ট’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। যার মাধ্যমে বন্যা, ভূমিকম্প ও দাবানলের মতো দুর্যোগ সম্পর্কে সতর্কবার্তা পাবেন ব্যবহারকারীরা।

দুর্যোগপূর্ণ স্থানটি কাছাকাছি হলে ব্যবহারকারীর মোবাইলে নোটিফিকেশনও পাঠাবে গুগল। মোবাইলের গুগল ম্যাপে দুর্যোগের আইকনের ওপরে ক্লিক করলেই আক্রান্ত এলাকার চলমান পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

এ ছাড়া জরুরি অবস্থা বোঝাতে গুগল ম্যাপে সংকেত, টপ স্টোরিজে দুর্যোগসংক্রান্ত তথ্য কিংবা স্থানীয় এলাকার প্রয়োজনীয় ফোন নম্বর ও ভাষা অনুবাদ করার মাধ্যমে সর্তকবার্তা দেবে গুগল। সূত্র : সিএনএন

আরএস/পিআর

আরও পড়ুন