ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গোপনে চীনের সঙ্গে গাড়ির ব্যাটারি তৈরি করছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৪ জুলাই ২০১৭

বিশ্ব বিখ্যাত কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল খুব গোপনীয়তার সঙ্গে ইলেক্ট্রনিক কার প্রজেক্টের জন্য ব্যাটারি তৈরির কাজ করছে। এ জন্য গবেষণা, উৎপাদন এবং উন্নয়নের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চীনের ফুজিয়ান প্রদেশে কুপারেটিনো ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যামেপরেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল)-এর সঙ্গে গোপন চুক্তিতে সাময়িকভাবে কাজ শুরু করছে যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটি।  

সাংহাই ভিত্তিক ইয়েকি গ্লোবাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অজ্ঞাত একটি সূত্রের বরাতে পত্রিকাটি বলছে, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ব্যাটারি নিয়ে কাজ করছে।

২০১৩ সালে অ্যাপল তাদের স্বয়ংক্রিয় গাড়ি শিল্প নিয়ে কাজ করার কথা জানায়। কিন্তু পরবর্তীতে অটোমোবাইলগুলোর জন্য স্ব-ড্রাইভিং সফটওয়্যার তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ২০১১ সালে অ্যামেপরেক্স টেকনোলজি লিমিটেডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সিএটিএল স্বাধীনভাবে নিজেরাই ব্যাটারি তৈরির কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি অ্যাপলের জন্য বিভিন্ন ইলেক্ট্রনিক্স প্রোডাক্ত তৈরি করে থাকে।

এদিকে, অ্যাপল এমন যৌথ উদ্যোগ সম্পর্কে এখনো কিছু বলেননি।

আরএস/পিআর

আরও পড়ুন