ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নিজেদের একটা ‘শহর’ চায় ফেসবুক

প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৯ জুলাই ২০১৭

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। প্রতিষ্ঠানটি এবার নিজেদের মতো করে একটা ‘শহর’ তৈরির পরিকল্পনা করছে। চলতি সপ্তাহেই ফেসবুক এ পরিকল্পনার কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে ম্যাশেবল।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুক নিজেদের ‘শহর’ গড়ার যে পরিকল্পনা করছে সেখানে থাকবে মুদি দোকান, ওষুধের দোকান, ঘড়-বাড়ি ও অফিসের জন্য জায়গা। এ ছাড়া অন্য শহরেও মানুষ যেসব সুযোগ-সুবিধা ভোগ করে তার সবই থাকবে সেখানে।

ফেসবুকের কমিউনিটি পেজের এক পোস্টে বলা হয়েছে, আসলে যেসব নাগরিক সুবিধা পেয়ে থাকে তার সবই তৈরির উদ্দেশ্য রয়েছে আমাদের।

চলতি মাসের প্রকল্পের পরিকল্পনা নিয়ে এগোবে প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে ২০২১ সালের মধ্যে প্রথম অংশের নির্মাণ কাজ শেষ হবে।

উচ্চাকাঙ্ক্ষী এই স্বপ্নের পেছনে ফেসবুকের যে উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটি হলো- সান ফ্রান্সিসকো ও এর আশপাশে যে আবাসন সঙ্কট রয়েছে তা দূর করা। এসব এলাকায় থাকার খরচ অত্যন্ত বেশি।

ফেসবুক প্রকল্পটির নাম দিয়েছে উইলো ক্যাম্পাস।

এনএফ/পিআর

আরও পড়ুন